ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য আগামী এপ্রিল মাসে ইসরাইল, আমেরিকা ও কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে যে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার পর এটিই প্রথম কোনো দ্বন্দ্বের ঘটনা।
আমিরাত বলছে, আবুধাবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের ভাগ্য গড়ার ক্ষেত্রে সুযোগ হিসেবে ব্যবহার করছেন। আসন্ন নির্বাচনে তিনি আরব আমিরাতের শাসক শেখ মুহাম্মাদ বিন জায়েদের নাম ব্যবহার করছেন।
নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নেতানিয়াহু আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে মৌলিক কৌশল হিসেবে বেছে নিয়েছেন এবং তিনি বলছেন যে, তার একক প্রচেষ্টায় সম্পর্ক প্রতিষ্ঠার পর আরব আমিরাত এখন ইসরাইলে এক হাজার কোটি ডলার অর্থ বিনিয়োগ করবে। এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমিরাতের শাসক বিন জায়েদের নাম নিচ্ছেন। নেতানিয়াহু এও বলছেন, তার প্রতিপক্ষের ক্ষেত্রে এ ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা অর্জন নেই।
কিন্তু আরব আমিরাত নেতানিয়াহুর এসব বক্তব্যকে ভুল উপস্থাপনা বলছে। তারা বলছে, আমিরাতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভাগ্যের সঙ্গে জড়িয়ে ফেলছেন। আগামী ২৩ মার্চ ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
