ঢাকাশুক্রবার , ২১ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে বগুড়ায় মাদ্রাসা শিক্ষক আটক।

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে মাওলানা ওমর ফারুক (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) দুপুরে সদরের পলাশবাড়ি উত্তরপাড়া এলাকার হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, শিক্ষক মাওলানা ওমর ফারুক বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মৃত নকিব আলীর ছেলে। তিনি বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। গত রমজান মাসে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা কয়েকজন শিশু ওই শিক্ষকের দ্বারা বলাৎকারের শিকার হয়। এ ঘটনা প্রকাশ না করতে শিশুদের ভয় দেখিয়ে ঈদের ছুটিতে বাড়ি পাঠিয়ে দেয় শিক্ষক ওমর ফারুক। ছুটি শেষে ছাত্ররা মাদ্রাসায় যেতে আপত্তি করলে অভিভাবকদের মনে সন্দেহ সৃষ্টি হয়। তারা কারণ জানতে চাইলে একপর্যায়ে শিশুরা বাবা-মার কাছে শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করে। শুক্রবার ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তারা ওই শিক্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদ্রাসা ঘেরাও করার প্রস্তুতি নেন। খবর পেয়ে সদর থানার পুলিশ মাদ্রাসায় গিয়ে দুই শিশু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এর সত্যতা পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষককে আটক করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, নির্যাতনের শিকার দুই শিশুর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা মিলেছে। মামলা হলে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।