ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেষ হাসির অ‌পেক্ষায় ‘বাই‌ডেন’, ত‌বে নে‌ভেদার ফলাফল বদলা‌তে পা‌রে সমীকরন।

অনলাইন ডেস্ক।
নভেম্বর ৫, ২০২০ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবার এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। চরম উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি এমন শ্বাসরুদ্ধকর হাড্ডাহাড্ডি লড়াই এর আগে দেখেনি মার্কিনীরা। সেই সাথে ফল ঘোষণায় বিলম্ব আর ফলের আগেই আইনী লড়াইয়ের হুমকি যোগ করেছে নতুন মাত্রা। প্রাথমিক ফলাফলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও এখনো ঝুলে আছে ছয়টি রাজ্যের ভাগ্য। তাই কে হবেন প্রেসিডেন্ট তা এখনো অনিশ্চিত।

তবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? এই প্রশ্নের জবাব খুঁজলে এখন ডেমোক্র্যাট প্রার্থীর নামই আগে আসবে। আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই বিজয় নিশ্চিত তার। সেদিক থেকে ২৭০ থেকে ৫৬ ভোট পিছিয়ে থাকা ট্রাম্পের পথ অনেকটাই কঠিন। তবে এখনও কিন্তু আশা ফুরায়নি তার। এক নেভাদার ভোটেই বদলে যেতে পারে সব সমীকরণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, আর পাঁচটি অঙ্গরাজ্যের পপুলার ভোটের ফল জানা বাকি। এর মধ্যে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই চারটি অঙ্গরাজ্যের সম্মিলিত ইলেকটোরাল ভোট রয়েছে ৫৪টি। অর্থাৎ এগিয়ে থাকা চারটি রাজ্যে জিতলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট হবে ২৬৮টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ন্যূনতম ২৭০ ভোট।

অন্যদিকে, শুধু নেভাদায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি। ওয়াল স্ট্রিট জার্নালের সবশেষ তথ্য অনুসারে, ৪৪টি রাজ্যের ফলাফলে বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট আর ট্রাম্প ২১৪ ইলেকটোরাল ভোট। সেই হিসেবে নেভাদার ৬টি ইলেকটোরাল ভোট পেলেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন। সুতরাং এই একটি রাজ্যের জয়ই তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট। যদিও সিএনএনের তথ্য বলছে, বাইডেন পেয়েছেন ২৫৩ ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন ২১৩।

তবে নেভাদায় বিজয় এত সহজ হচ্ছে না বাইডেনের। ৭৫ শতাংশ ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র আট হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এখনও ৩ লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি। ফলে যেকোনও সময় পাল্টে যেতে পারে সব হিসাব-নিকাশ।

নেভাদায় এখন পর্যন্ত ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি (৪৯ দশমিক ৩ শতাংশ) ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি (৪৮ দশমিক ৭ শতাংশ) ভোট।

এগিয়ে থাকা বাকি চারটি অঙ্গরাজ্যের পাশাপাশি নেভাদায় জিততে পারলে ট্রাম্পও হতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

তাছাড়া এবারের নির্বাচনে ১০ কোটি আগাম ভোটের হিসাব এখনও বাকি। এগুলো গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা হতে আরও কিছুদিন লাগবে। তাই ক্ষমতার জন্য এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানার অপেক্ষা দীর্ঘই হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।