ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে হাসপাতালের কাজে সেনাসদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কায় স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট চলাতে হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করছে সেনাসদস্যরা। হাসপাতালে প্রশাসনিক কর্মীদের বেতন-ভাতা নিয়ে দেশব্যাপী একদিনের ধর্মঘট শুরু করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) শ্রীলঙ্কা সরকার রোগীদের দেখাশোনা করতে সহায়তা করার জন্য শত শত সেনাসদস্যদের মূল হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীলঙ্কা গত সাত দশকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এমন অবস্থা জনসাধারণের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে এবং সরকারকে কর বাড়াতে ও সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা সীমিত করতে বাধ্য করেছে।

শ্রীলঙ্কার সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল রসিকা কুমারা বলেছেন, হাসপাতালগুলোর পরিচালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে, ২৫টি হাসপাতালে ৬১৫ জন সেনাসদস্য এবং ১৯ জন অফিসার মোতায়েন করা হয়েছে। সৈন্যরা অ্যাম্বুলেন্স অফলোডিং, রোগীদের স্থানান্তর এবং রেকর্ড রাখাসহ চিকিৎসা সহায়তায় নিযুক্ত রয়েছে।

শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সপ্তাহে ডাক্তারদের জন্য ২১৪ ডলার মাসিক পরিবহন ভাতা অনুমোদন করেছে, যা ধর্মঘটের সাথে সাড়া দেয়া অন্যান্য স্বাস্থ্যসেবায় নিয়জিত কর্মীদের প্রতিবাদের কারণ হয়ে দাঁড়ায়।

স্বাস্থ্যসেবা ট্রেড ইউনিয়ন অ্যালায়েন্সের আহ্বায়ক রবি কুমুদেশ বলেন, স্বাস্থ্যসেবা কর্মীরা একই আচরণ পাওয়ার যোগ্য। সরকার চিকিৎসকদের ত্রাণ দিচ্ছে কিন্তু হাসপাতালের অন্যান্য কর্মীদের বাদ দিচ্ছে যারা রোগীদের সেবা দিচ্ছেন। এ কারণেই তারা ধর্মঘট করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।