দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়ক ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলরত ফেরিগুলোতে ছিল না কোনো যানবাহন। অবরোধ কর্মসূচির পক্ষে বিরোধী দলের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তৎপর। সার্বিক নিরাপত্তায় তৎপর ছিল পুলিশ বাহিনী।
মঙ্গলবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে দূরপাল্লার বাস মিনিবাসসহ তেমন কোনো যানবাহন দেখা যায়নি। তবে দুই একটি প্রাইভেট কার ও স্থানীয় বালুভর্তি ট্রাক, রিকশা, মাহেন্দ্র, অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
এছাড়া রাজধানীতে প্রবেশে দক্ষিণ বঙ্গের নাভীখ্যাত দৌলতদিয়া ঘাটগুলোতে যানবাহনের অপেক্ষায় দিনভর খালি ফেরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭ নম্বর ফেরি ঘাটে তিনটি ফেরি পন্টুনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাতে কোনো যানবাহন ছিল না।
এ সময় পন্টুনের সামনে দাঁড়িয়ে থাকা মাগুরা থেকে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের চালক জানান তিনি প্রায় দুই ঘণ্টা ফেরি ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
একই ঘাটের ফেরী কাউন্টারে দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির কর্মকর্তা আব্দুল আলীম জানান, এ রুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচলরত আছে। তবে যানবাহন না থাকায় প্রত্যেক ঘাটেই ফেরি দাঁড়িয়ে আছে।
এ সময় তিনি আরো বলেন, আামি সকাল থেকে এখন দুপুর ২টা পর্যন্ত ৬টি ট্রাক ৪টি প্রাভেটকার পার করেছি। গোয়ালন্দ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দেখা যায়নি। তবে সড়কে আওয়ামী লীগ ও পুলিশের তৎপরতা বিভিন্ন স্থানে দেখা যায়।