ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সামরিক বাহিনীর সমালোচনা করায় বরখাস্ত হ‌লেন পাকিস্তানের সাংবা‌দিক।

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সামরিক বাহিনীর সমালোচনা করার কয়েকদিন না যেতেই পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক এবং জনপ্রিয় টক শো হোস্ট হামিদ মীরকে বরখাস্ত করা হয়েছে৷ টিভি উপস্থাপকের বরখাস্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অধিকার সংস্থাগুলো৷

হামিদ মীর পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলার ঠিক কয়েকদিন পর সোমবার তাকে টিভি অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হয়৷ সাংবাদিক হামিদ মীর মিডিয়া সেন্সর করা এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার অভিযোগ এনেছিলেন৷ পাকিস্তান সরকার সাংবাদমাধ্যমের স্বাধীনতার কথা অস্বীকার করে এলেও সমালোচকেরা বলছেন, পাকিস্তানের সাংবাদিকেরা ক্রমশ হুমকির মুখে পড়ছেন৷

স্ত্রী ও মেয়েকে হুমকি দেওয়া হয়েছে বলে হামিদ মীর বিবিসিকে জানিয়েছেন৷ দেশের বৃহত্তম মিডিয়া গ্রুপ জিও নিউজে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক টকশো, “ক্যাপিটাল টক” শো উপস্থাপনা করেন হামিদ মীর ৷
তিনি বিবিসিকে জানান, কোনো কারণ না জানিয়েই সোমবার তাকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়, বলা হয় সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে৷ সংবাদ সংস্থা রয়টার্স জিও নিউজের নামহীন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যে, চ্যানেলটিকে সামরিক বাহিনীর হয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হয়েছিল৷

এর আগে সেনাবাহিনীর সমালোচক আরেক সাংবাদিক আসাদ আলী তুরকে অজ্ঞাত পরিচয়ের তিনজন তার বাড়িতে হামলা করেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হামিদ মীরের বরখাস্তের নিন্দা জানিয়েছে৷ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের স্টিভেন বাটলার পাকিস্তানে সংবাদমাধ্যমের প্রকৃত স্বাধীনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন ৷ পাকিস্তানের মানবাধিকার কমিশন মীরের বরখাস্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে তাকে এখনই কাজে পুনর্বহাল করে তার বিরুদ্ধে হুমকির তদন্ত করা উচিত৷

বরখাস্তের পরে হামিদ মীর এক টুইটে লিখেছেন, “আগে আমি দু’বার চাকরি হারিয়েছি ৷ হত্যার চেষ্টা হাত থেকে বেঁচে গিয়েছি৷”

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সমালোচনা করার পরে ২০১৪ সালে এক বন্দুক হামলায় হামিদ মীর গুরুতর আহত হয়েছিলেন৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।