সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে ৯ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান ৫ জন কৃষক। সর্বশেষ তথ্যানুযায়ী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)। নিহত একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ জন কৃষি শ্রমিক মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। বাকী ৮ জন কৃষককে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে এসব শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আরো ৪ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকা শোকের মাতম। পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনদের আহাজারিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সূত্র : নিউজ ২৪
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।