ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

স্কটল্যান্ড থেকে রানির কফিন নিয়ে যাত্রা শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্কটল্যান্ডের শহর ও গ্রামের মধ্যদিয়ে রোববার রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন নিয়ে ইডেনবার্গের উদ্দেশ্যে শেষযাত্রা শুরু হচ্ছে। পরে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
রানির প্রিয় স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ। এই প্রাসাদেই তিনি মারা গেছেন। আর এখান থেকেই তার শেষযাত্রা শুরু হচ্ছে।
শববাহী গাড়িতে রানির কফিন দেখতে শোকার্ত জনতা লাইন ধরে রাস্তায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১০টায় কফিনটি নিয়ে বালমোরাল প্রাসাদ থেকে ইডেনবার্গের হলিরুড হাউসের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। এটি স্কটল্যান্ডে বৃটিশ রাজার সরকারি বাসভবন। এ পথে কফিনটি নিয়ে পাড়ি দেয়া হবে অ্যবারডিন, ডান্ডি এবং পার্থ। এ প্রাসাদে সোমবার বিকেল পর্যন্ত কফিনটি রাখা হবে।
পরে রাজা এবং রাজপরিবারের সদস্যরা কফিনের সাথে সেন্ট জাইলস ক্যাথিড্রালে যাবেন। এখানে একটি আনুষ্ঠানিকতার পরে রানির কফিন মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টা ক্যাথিড্রালে রাখা হবে, যাতে জনগণ তাকে দেখতে পারেন। এরপর কফিনটি এডিনবার্গ থেকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।সূত্র:-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।