ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ করে হালদার পানি‌তে দুষন, হুমকিতে মাছ ও জীববৈচিত্র্য।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
ডিসেম্বর ৫, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী হঠাৎ দুষিত হয়ে পানির রং পরিবর্তন হয়ে পড়েছে।

হালদার পানির স্বাভাবিক রং পরিবর্তন হওয়াতে হালদা পাড়ের বিভিন্ন এলাকার উৎসুক জনতার ভীড় জমে যায়। ৩রা ন‌ভেম্বর (বৃহস্পতিবার) বিকালে পানি দুষনের এ দূশ্য চোখে পড়ে।

ঐদিন অপরাহৃ আড়াইটার সময় হালদায় জোয়ার শুরু হলে গাঢ বিশ্রী রং মিশ্রিত পানি প্রবাহ দেখা যায়। ধারনা করা হচ্ছে হাটহাজারীর কোন কলকারখানার নির্গত রাসায়নিক দ্রব্য হালদার পানির সাথে মিশ্রিত হয়ে দুষিত হয়ে পড়েছে।

হালদার পানি দুষন রোধে হাটহাজারী উপজেলা প্রশাসন নানা ভাবে পদক্ষেপ নিলেও কার্যতঃ নির্বিকার। প্রশাসন হালদাকে বাঁচাতে হাটহাজারী ১’শ মেগাওয়াট পিকিং প্ল্যান্ট, এশিয়া পেপারমিল সহ অনেক কলকারখানা এখনো বন্ধ রয়েছে। এর পরেও ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অনেক কলকারখানার মালিক জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং সরকারের বিধি-নিষেধ অমান্য করে বিষাক্ত রাসায়নিক দ্রব্য হালদা নদীর সাথে সংযুক্ত খাল-ছড়ায় ছেড়ে দেয়। পরে নির্গত এ রাসায়নিক দ্রব্য হালদায় পড়ে মিঠা পানি দুষিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মিঠা পানির এ হালদা নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে দুষিত নদীতে পরিনত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট মহল ও হালদা পাড়ের জনগন। তাছাড়া, মা মাছ ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।