হাটহাজারী উপজেলার মদুনাঘাট চন্দ্রবিল নামক দুর্গম এলাকা থেকে মো. নাজমুল(২২) নামে এক লেগুনা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি গোপালগঞ্জ মকছুদপুরের শেখ মজনুর ছেলে। তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে নগরীর সাগরিকা এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে কেউ গলা কেটে হত্যার পর এখানে ফেলে গেছে। এর আগে শনিবার লেগুনাসহ সে নিখোঁজ হয়েছিল বলে তার বাবার মাধ্যমে জানতে পারি। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।