চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরে পাহাড় থেকে মাটি কেটে রাতের আধাঁরে পাচার করার সময় মাটি ভর্তি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ এলাকা থেকে ট্রাকটি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এর আগে গোপন সংবাদ পেয়ে তিনি ঐ এলাকায় আগে অবস্থান নেন। উল্লেখ্য,এ উপজেলার সমতল ভূমির পশ্চিমে পাহাড়ী এলাকা রয়েছে। এ পাহাড়ী এলাকা থেকে ভূমি দস্যুরা রাতের আধাঁরে রীতিমত মাটি কেটে পাচার করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
