ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হামাসের হাতে নিহত হওয়ার আগে পরিবারকে বার্তা পাঠিয়েছিল ইসরায়েলি নারী সৈনিক

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

হামাসের গুলিতে মৃত্যুবরণ করার আগে  “শুটিং অ্যাট মি…” লিখে নিজ পরিবারকে বার্তা পাঠিয়েছেন নামা বনি নামের একজন ইসরায়েলি নারী সৈনিক।

এনডিটিভি জানিয়েছে, ১৯ বছর বয়সী কর্পোরাল নামা বনি ইসরায়েল সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৭৭তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরায়েলে হামাস গ্রুপ আকাশ, সমুদ্র এবং স্থল থেকে আকস্মিক আক্রমণ চালানোর সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লিখছিলেন।

কর্পোরাল বনি এই হামলায় আহত হন। এরপর তিনি কোনোভাবে একটি অস্থায়ী আশ্রয়ে বসে তার পরিবারকে লিখেন, আমি আপনাদের ভালবাসি।আমার মাথায় আঘাত লেগেছে, কাছাকাছি কোন সন্ত্রাসী আমাকে লক্ষ্য করে গুলি চালাতে পারে।

তিনি তার পরিবারের কাছে আরেকটি আপডেট পাঠিয়েছেন, এখানে একজন সন্ত্রাসী আছে। সে চলে যাবে বলে মনে হচ্ছে না। আমি কাউকে চিৎকার করতে শুনতে পাচ্ছি। একজন মানুষ হতাহত বলে মনে হচ্ছে। এখানে কোন সাহায্যকারী নেই।

মিসেস বনির খালা জানান, হামলার সময় তার ভাগ্নী ঘাঁটির প্রবেশদ্বারে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি সন্ত্রাসীরা তার ওপর গুলি চালানোর বিষয়ে আমাদের বার্তা পাঠাচ্ছিলেন। পরে তিনি আর কোন প্রতিক্রিয়া দেননি।

কর্পোরাল নামা বনি ইসরায়েলের আফুলা শহরে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র সাত মাস আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সোর্স: চ্যানেল আই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।