ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হামাসের হামলায় সাঁজোয়া যান সহ ৭ ইসরাইলী সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে অভিযানে সময় ইজরায়েলী সেনারা তীব্র প্রতিরোধের মুখে কমপক্ষে সাত ইজরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। এ হামলায় ইজরায়েলী সামরিক বাহিনীর কয়েকটি সাঁজোয়া যানও ধ্বংসের দাবি করে হামাস।

গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ইজরায়েলী সেনারা আন্তর্জাতিক ক্ষোভ এবং আমেরিকার সমালোচনার মুখে পড়ে।

প্যালেস্টেনিয়ান বেসামরিক নাগরিকদের রক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বারবার বৃহত্তর পদক্ষেপ নিতে ইজরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে। যদিও আমেরিকা যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বানে বাধা দিয়েছে এবং তার ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে। প্যালেস্টাইন অঞ্চলে দীর্ঘদিনের শান্তি ফেরাতে যুদ্ধোত্তর পরিকল্পনার জন্য আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইজরায়েল।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিমান ও স্থল আক্রমণে ১৮ হাজার ৪০০ প্যালেস্টেনিয়ান নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার ২ দশমিক ৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং উত্তর গাজার বেশিরভাগ অংশ এখন ফাঁকা পড়ে আছে।

গাজা সিটির উত্তরাঞ্চলে ইজরায়েলি সেনাদের আগ্রাসনের ছয় সপ্তাহেরও বেশি সময় পরেও প্যালেস্টেনিয়ান যোদ্ধাদের সঙ্গে ইযরায়েলি সেনারা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতভর এবং বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলে, বিশেষ করে শিজাইয়াহ এলাকায় তীব্র লড়াই চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।