ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

১৫ দফা ভোটের পর সুরাহা, মার্কিন স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৩ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন হাউস স্পিকার হিসেবে শপথ নিলেন কেভিন ম্যাকার্থি। রেকর্ড ১৫ দফা ভোটের পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হন ৫৭ বছর বয়সী এই রিপাবলিকান নেতা। গৃহযুদ্ধের পর স্পিকার পদে এমন কঠিন লড়াই এবারই দেখল যুক্তরাষ্ট্র।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেটে জিতলেও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দখল হারায় ডেমোক্রেটরা। তখন থেকেই স্পিকার পদ অনেকটাই নিশ্চিত হয়ে যায় কেভিন ম্যাকার্থির নাম। তবে স্পিকার হওয়া যতটা সহজ মনে করেছিলেন ম্যাকার্থি, বাস্তবে ততটাই প্রতিবন্ধকতার মুখে পড়েছেন তিনি।

দলের বিদ্রোহী কট্টরপন্থী আইনপ্রণেতাদের সমর্থন পেতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে ম্যাকার্থিকে। ট্রাম্পপন্থী ২০ রিপাবলিকান ম্যাকার্থির বিপক্ষে একসাথে অবস্থা নিলে এই অচলাবস্থা সৃষ্টি হয়। দলের বিদ্রোহীদের সাথে দফায় দফায় বৈঠক করেন ম্যাকার্থি।

অবশেষে সুরাহা হলো মার্কিন হাউজ স্পিকার নিয়ে চারদিন ধরে চলা রিপাবলিকানদের মধ্যকার বিরোধের। রেকর্ড ১৫ দফা ভোটের পর শেষমেশ স্পিকার পদ নিশ্চিত করেন ম্যাকার্থি।

প্রতিনিধি পরিষদে ভোট পড়েছে ৪২৮ টি। এরমধ্যে ২১৬ ভোট পেয়েছেন কেভিন ম্যাকার্থি। এছাড়াও তার সমর্থনে রিপাবলিকান দলে দুটি ভোট রয়েছে। তার প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস পান ২১২টি ভোট। প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে ম্যাকার্থির সাথে লড়াই করেন নিউ ইয়র্কের হাকিম জেফ্রিস।

এদিকে স্পিকার নির্বাচিত হওয়ায় ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, রিপাবলিকানদের সাথে কাজ করে জনগনের প্রত্যাশা পূরণে প্রস্তুত তিনি। তবে ম্যাকার্থির জয়কে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাট সিনেট লিডার চাক শুমার। তার মতে ম্যাকার্থির উচ্চাশা আমেরিকার জনগনের জন্য দুঃস্বপ্ন বয়ে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।