হামাসের হাতে অপহৃত হওয়ার পর গাজার রাস্তায় নগ্ন অবস্থায় প্যারেড করানো হয়েছিল তরুণী জার্মান-ইসরাইলি ট্যাটু শিল্পী সানি লুককে। ২৩ দিন পর অবশেষে তার মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। তরুণীর মাথা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের। তিনি জার্মান সংবাদপত্র বিল্ডকে বলেছেন, ” আমি সত্যিই দুঃখিত। আমরা খবর পেয়েছি সানি নিকোল লুককে হত্যা করা হয়েছে। তার মুণ্ডহীন দেহ মিলেছে। ডিএনএ পরীক্ষার পর ২৩ বছর বয়সী তরুণীর পরিবারও তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে । এর মানে এই যে, তারা ইসরাইলিদের ওপর আক্রমণ, নির্যাতন এবং হত্যা করার সময় তার মাথা কেটে ফেলেছিল। আমি তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। ”
প্রেসিডেন্ট আরো বলেন ,’ গাজা-ইসরাইল সীমান্তে যা চলছে তা কসাইখানার থেকে কোনো অংশে কম নয়।
রোজই রাস্তায় রক্তবন্যা বইছে। সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলো আমরা দেখছি, যা কল্পনা করা যায় না।’ ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকেই ওই জার্মান তরুণীকে অপহৃত করেছিল হামাস বাহিনী। ওই তরুণীকে নগ্ন করে হাঁটানো হয় বলেও তার পরিবারের অভিযোগ। এরপর দিন দুয়েক আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি ট্রাকের পিছনে তার দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে। তার হাতের ট্যাটু দেখে দেহটি শনাক্ত করে পরিবার। এরপর তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরাইল সরকার। ট্যাটু শিল্পীর মা, রিকার্ডা লুকও জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে তার মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার মেয়ে প্রাথমিক আক্রমণ থেকে বেঁচে গেছে বলে পূর্বের খবর পাওয়া সত্ত্বেও, সানির মা এখন বিশ্বাস করেন যে তাকে সম্ভবত মাথায় গুলি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে তার মেয়ের মৃতদেহ এখনও পাওয়া যায়নি, তবে মাথার খুলির হাড়ে একটি স্প্লিন্টার পাওয়া গেছে এবং ডিএনএ পরীক্ষার জন্য জমা দেয়ার পর লুকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । লুকের বোন, আদি ভগ্ন হৃদয়ে একটি পোস্ট করে লিখেছেন তার বোন ‘রক্তের উত্সবে” নিহত হয়েছেন । ইসরাইলি রেসকিউ সার্ভিস জাকা অনুসারে নেগেভ ডেজার্ট মিউজিক ফেস্টিভ্যালে ট্রাইব অফ নোভা ড্যান্স রেভের জায়গায় ২৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।
সূত্র : নিউইয়র্ক পোস্ট