ঢাকাসোমবার , ১১ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৫৪ বছরের এক নারী ৩০ বছরের কনে সেজে তৃতীয় বিয়ে, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান জামানায় মেকআপ আর্টিস্টদের কল্যাণে চেহারায় পরিবর্তন আনা সময়ের ব্যাপার মাত্র। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৪ বছরের এক নারী সাজলেন ৩০ বছরের কনে। সেই সাজে বিয়ে করলেন এক যুবককে। তাও আবার তৃতীয় বিয়ে।

মেকআপের জোরে প্রতারণার বিরাট ফাঁদ পেতেছিলেন ওই নারী। সম্প্রতি তার আধার কার্ড সামনে আসার পরে গোটা ঘটনা ফাঁস হয়। কমবয়সী সেজে বিয়ে করেই ক্ষান্ত হননি, ওই জালিয়াত নারীর অত্যাচারে বেহাল দশা শ্বশুরবাড়ির লোকজনের। এরইমধ্যে সম্পত্তি হাতাতে শাশুড়িকে বাড়িছাড়া করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন-এর খবর অনুযায়ী, এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলায়।

খবরে বলা হয়, ৩৪ বছরের বিবাহবিচ্ছিন্ন ছেলের জন্য পাত্র খুঁজছিলেন তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার বাসিন্দা ইন্দ্রানী। বেশ কয়েক বছর খোঁজাখুজির পর ঘটকের সূত্রে তিরুপতি জেলার পাত্রী শরণ্যার খোঁজ পান। পাত্রীকে দেখতে যান মা-ছেলে। কিন্তু ধরতে পারেননি মেকআপে ঢাকা তার বয়স। পাত্রপক্ষ আসার আগেই বিউটিপার্লারে গিয়ে ৩০-এর যুবতী সেজেছিলেন শরণ্যা।

এদিকে বিয়ের পর থেকেই শাশুড়িকে সম্পত্তির লিখে দেয়ার জন্য চাপ দিতে শুরু করেন শরণ্যা। এমনকি একসময় ইন্দ্রানীকে বাড়ি থেকে বেরও করে দেন। স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ স্বামী শেষপর্যন্ত সম্পত্তি লিখে দেয়ার জন্য শরণ্যার আধার কার্ড চান। সেই আধার কার্ডেই গোলমাল ধরা পড়ে।

তাছাড়া সেখানে ঠিকানায় লেখা ছিল কেয়ার অব রবি। নতুন প্রশ্ন ওঠে, রবি কে? উত্তর খুঁজতেই গোপনে পুলিশের দ্বারস্থ হন স্বামী। তখনই জানা যায় শরণ্যা বিবাহিত। এমনকি তার দুই মেয়ে রয়েছে। তারাও বিবাহিত। যদিও সেই স্বামীর সংসার ছেড়ে মায়ের কাছে ফিরে আসেন শরণ্যা।

সে সময় মামলা করে স্বামীর থেকে ১০ লাখ টাকা আদায় করেন। এখানেই শেষ নয়। এর আগে নিজেকে সন্ধ্যা নামে পরিচয় দিয়ে আরও এক ব্যক্তিকে বিয়ে করেন ওই ভণ্ড নারী। কিন্তু ১১ বছর সংসার করে সেখানে থেকেও ফিরে আসেন মায়ের কাছে। এরপর ইন্দ্রানীর ছেলেকে বিয়ে করে শেষ পর্যন্ত ধরা পড়েছেন। ইন্দ্রানী ও তার ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যা ওরফে শরণ্যাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।