ঢাকাশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৫ লাখ টাকাসহ আটক পুলিশ সদস্য‌কে বাঁচা‌তে উর্দ্ধতন কর্মকর্তা‌দের তৎপরতা

কক্সবাজার প্র‌তি‌নি‌ধি
নভেম্বর ২৫, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার বিমানবন্দরে স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সেধে ধরা পুলিশের সেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউলকে বাঁচাতে চলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নানা তৎপরতা।

প্রথমে তাকে অর্থসহ আটকের বিষয়ে জানতে চাইলে ৮ এবিপিএনের বিমানবন্দর ক্যাম্পের ইনচার্জ তাহসিন তাজ বিষয়টি অস্বীকার করে দাবি করেন, কোনো পুলিশ কর্মকর্তার নগদ অর্থসহ আটকের খবর তার কাছে নেই।

তবে, ওই পুলিশ কর্মকর্তা রবিউলকে নিয়ে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের লিপিবদ্ধ করা একটি নোট সংবাদদাতার হাতে আসে। সেখানে লেখা পুরো ঘটনার বর্ণনায় ব্যাগে পাওয়া ওই টাকা তার বেতনের টাকা বলে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে কোর্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে রবিউলকে তার কর্মস্থল কোর্ট পুলিশে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

পরে কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত ওই এএসআইয়ের বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটকের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক সারোয়ার আলমের কাছে গত সন্ধ্যায় জানতে চাইলে তিনি জানান, তাকে কেন আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

পরে শুক্রবার (২৫ নভেম্বর) ওই কর্মকর্তার কাছে টাকা পাওয়ার কথা অস্বীকার করে কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক সারোয়ার আলম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া নিজ কর্মস্থল ত্যাগের চেষ্টা করার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে  ঢাকাগামী এক যাত্রীর ব্যাগে পাঁচ লাখ নগদ টাকা দেখে টাকার উৎস ও নথিপত্র চাইলে স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সাধেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক। পরে স্ক্যানার অপারেটর ও দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।