বর্তমানে ইসরাইল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেফতালি বেনেট।
বিশ্বের একমাত্র ইহুদি সাম্প্রদায়িক রাষ্ট্রটির ৮০ বছর পূর্তির আগে তিনি বলেন, দেশ এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং একে রক্ষা করা যাবে কি না সেটাই এখন ভাবনার বিষয়।সম্প্রতি সামাজিক মাধ্যমে এই বক্তব্য তুলে ধরেন ইসরাইলের প্রধানমন্ত্রী।‘ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র’ যে অতীতে দুইবার ভেঙেছে সে কথা উল্লেখ করে নাফতালি বলেন, ‘প্রথমবার এটি ঘটে রাষ্ট্র গঠনের ৮০ বছর পর এবং দ্বিতীয়বার ঘটে আরো ৭৭ বছর পর। এখন আমরা আছি তৃতীয় যুগে। আর সামনেই আমাদের ৮০ বছর পূর্তি হবে। আসল সময় এখনই। দেখি ইসরাইলকে আমরা পতন থেকে বাঁচাতে পারি কিনা।’নাফতালি এ প্রসঙ্গে ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা ও বারবার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ও উল্লেখ করেছেন।তিনি বলেন, ‘কিছুদিন আগে, আমরা পঞ্চম নির্বাচনী প্রচারণার কাজে নেমেছিলাম। এর কারণে দেশ বিভক্ত হতে পারত। সে সময় বিশৃঙ্খল পরিস্থিতি থেকে ইসরাইলকে বাঁচাতে এবং এটি পুনরুদ্ধার করতে একটি জাতীয় ঐক্যের মন্ত্রিসভা গঠনের মতো একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার অংশীদাররা সম্পূর্ণ ভিন্ন মতের ছিল।’
অতীতে কোনো কোনো নেতা ও গবেষক হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসরাইল বাইরের চাপ ছাড়াই ভেতর থেকেই নানা সঙ্কটের কারণে ভেঙে যেতে পারে।এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শত শত অবৈধ বসতিতে থাকা উগ্র ইসরাইলি অভিবাসীদের ওপর পরিচালিত এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, তাদের ৬৯ শতাংশই মনে করে যে ইসরাইলের ভবিষ্যৎ অন্ধকার এবং এ কারণে তারা উদ্বিগ্ন।রাইল হাইয়োম নামের একটি দৈনিক এ সমীক্ষা প্রকাশ করেছে।
বলা হয়েছে, শতকরা ৩৩ শতাংশ ইসরাইলি যুবক নিরাপত্তা না থাকায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক বিভাজনের কারণে অধিকৃত ফিলিস্তিন থেকে চলে যেতে চান।সমীক্ষা থেকে আরো জানা যায় যে, ৬৬ শতাংশ অভিবাসী ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে বিশ্বাসই করেন না।
সূত্র : মিডল ইস্ট মনিটর