ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর পদ থে‌কে ব‌হিষ্কৃত হ‌চ্ছেন সাংসদ পুত্র এরফান সে‌লিম।

স্টাফ রি‌পোর্টার।
অক্টোবর ২৭, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মো. ওয়াসিফ আহমেদ খান নামে নৌবাহিনীর লেফটেন্যান্ট পদমর্যাদার একজন সশস্ত্রবা‌হিনীর কর্মকর্তা‌কে মারধ‌রের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের ‌বিরু‌দ্ধে মামলার ঘটনার পর পর পাল‌টে যে‌তে শুরু ক‌রে‌ছে প্রভাবশালী এ প‌রিবা‌রের একের পর এক দৃষ্যপট।

মামলার প্রধান আসামী সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে প্রথ‌মে গ্রেফতার, প‌রে সাংস‌দের বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিযান এবং সে সা‌থে অ‌বৈধ ইলেকট্র‌নিক্স ডিভাইস, বি‌দেশী মদ, বিয়ার ইত্যা‌দি মাদক রাখা ও মাদক সেব‌নের দা‌য়ে দেহর‌ক্ষী মো. জা‌হিদ সহ এরফান সে‌লিম‌কে‌ ১ বছ‌রের কারাদন্ড প্রদান ক‌রেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ হ‌তে বরখাস্ত হ‌তে যা‌চ্ছেন বর্তমান সরকার দলীয় সাংসদ পুত্র এরফান সে‌লিম।

আজ মঙ্গলবার সকালে এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়, তিনিই যত বড় ক্ষমতার অধিকারী হোন না কেন। ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করাসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে”
মন্ত্রী আরও বলেন, “আগেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। সরকার বরাবরই আইনের শাসনে বিশ্বাসী। সুশাসন নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সবকিছুই করব।”

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ রাজধানীর চকবাজারে হাজি সেলিমের বাসার নিচে সাংবাদিকদের জানান, অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস এবং মাদক রাখা ও সেবনের দায়ে ছয় মাস করে মোট এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ ছাড়া তাঁর কক্ষ থেকে লাইসেন্সবিহীন বিদেশি অস্ত্র, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, তাঁদের কাছ থেকে বেশ কিছু অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে। এ ছাড়া দেহরক্ষী মো. জাহিদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ৩৮ থেকে ৪০টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। যেগুলো আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে।

আশিক বিল্লাহ বলেন, ‘এ ছাড়া আমরা তাঁদের কাছ থেকে গুলি, হাতকড়া, একটি ড্রোন এবং কন্ট্রোল রুম থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি ভেরি হাই সিকিউরিটি সেট (ভিএইচএস) উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা ওয়াকিটকির একটি আধুনিক সংস্করণ। এ ছাড়া ওই বাসায় টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে।’

এর আগে গতকাল সোমবার দুপুর থেকে চকবাজারের ‘চাঁন সরদার দাদা বাড়ী’ ঘিরে রাখেন র‍্যাব ও পুলিশ সদস্যরা। পরে তাঁরা বাসায় প্রবেশ করেন। ২৬ দেবীদাস ঘাট লেনের বাড়িটি ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমের।

হাজি মো. সেলিমের ছেলে ইরফান সেলিম গত রোববার রাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানের ওপর হামলা মামলার প্রধান আসামি। ইরফানের দেহরক্ষী মো. জাহিদ মামলার তিন নম্বর আসামি। ওই মামলার আসামি হাজি মো. সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওয়াসিফ আহমদ খানকে রক্তাক্ত দেখা যায়। ভিডিওতে তাঁকে মারধর করে তাঁর দাঁত ভেঙে ফেলা হয়েছে বলেও দাবি করেন।

এর আগে, যেই ঘটনার সা‌থে জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তি‌নি আরও ব‌লেন, “কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। সে যেই হোক। সে জনপ্রতিনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখি হতেই হবে।’

এ‌দি‌কে সাংসদ হাজী সে‌লি‌মের বাসভব‌নে অ‌ভিযান ও তাঁর পুত্র কাউ‌ন্সিলর এরফান সে‌লিম‌কে গ্রেফতার করার কার‌নে আইন প্র‌য়োগকারী সংস্থার এধর‌নের অভিযা‌নে পু‌রো চকবাজার এলাকায় জনসাধার‌ণের ম‌ধ্যে চাঞ্চল্য সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। কারন এরফান সে‌লিম একাধা‌রে একজন বর্তমান সাংসদের পুত্র এবং নোয়‌াখা‌লীর একজন বর্তমান সাংস‌দের জামাতা। অত্যন্ত প্রভাবশালী এমন একজ‌নের বাড়ী‌তে র‌্যাবের অভিযান‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকার সাধারন মানুষ। ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রনালয়, র‌্যাব, পু‌লিশ সহ সং‌শ্লিষ্ট সকল আইন প্র‌য়োগকারী সংস্থা‌কে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।