আজ (বুধবার) সকাল ১১ ঘটিকায় হাটহাজারী পৌরসভার শায়েস্তা খা পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩৭২ বোতল নকল ,ঔষধ ও ভুয়া স্যানিটাইজার জব্দ করা হয়েছে ।এ সময় ডিলার বাহাদুর আলম কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেয়া হয়।
উল্লেখ্য, জব্দকৃত হ্যান্ডস্যানিটাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যানের সহায়তায় প্রাথমিক যাচাই করে ভূয়া বলে প্রমানিত হয়। তাছাড়া, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবার আহবান জানিয়েছে উপজেলা প্রশাসন ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
