চার মাসের ব্যবধানে অনেকটা একই কায়দায় দুই ভাইকে খুন করে ২০ বছর ধরে পালিয়ে ছিলেন পঞ্চাশোর্ধ্ব জসিম উদ্দিন। তবে শেষ রক্ষা হয়নি তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, ২০০২ সালের ৩০ মার্চ বড় ভাই ব্যবসায়ী জানে আলমকে (৪৮) হত্যা করেন জসিম। তাকে প্রথমে লাঠি দিয়ে পেটানোর পর ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এরপর গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন জানে আলমের ছেলে তজবিরুল আলম। মামলায় জসিম উদ্দিনসহ ২১ জনকে আসামি করা হয়। এরপর প্রায় ২০ বছর পলাতক ছিলেন তিনি। মামলায় জসিম উদ্দিনকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। উচ্চ আদালতেও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এই মামলায় তিনিসহ ১২ জনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের খালাস দেওয়া হয়।
র্যাব আরও জানায়, এর আগে ২০০১ সালের ৯ নভেম্বর আরেক ভাই মাহমুদুল হককে হত্যা করেন জসিম। বড় ভাই জানে আলম ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। জানে আলম পরিবারের বড় ছেলে এবং আর্থিকভাবেও কিছুটা সচ্ছল ছিলেন। তাই মামলা-মোকদ্দমার ব্যয়ভার তিনি বহন করতেন। এ কারণে জানে আলমকেও নির্মমভাবে হত্যা করেন জসিম।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ভাইকে নির্মমভাবে হত্যা করে জসিম উদ্দিন বিভিন্ন এলাকায় ছদ্মবেশে দুই দশক ধরে গা-ঢাকা দিয়েছিলেন। বিচার শেষে উচ্চ আদালতও তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। শেষে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় সৈয়দ আহমদ নামে আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়।