ঢাকাসোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হিজাব পরেন না বলে নারীরা ধর্ষিতা হন! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে

আন্তর্জা‌তিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লেখিকা তসলিমা নাসরিনের মতে, হিজাব কোনও নারীর পছন্দের হতে পারে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা কন্যাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। আর হিজাব পরা নিয়ে মন্তব্য করতে গিয়ে একেবারে অদ্ভূত যুক্তি দিলেন কর্ণাটকের হুবলির কংগ্রেস নেতা জামির আহমেদ। এই কর্ণাটকেই প্রথম দানা বেঁধেছিল হিজাব বিতর্ক। তারপর তা ক্রমেই ছড়াতে শুরু করে গোটা দেশে।

কংগ্রেস নেতা জামির আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, হিজাব মানে মুসলিমদের কাছে পর্দা। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা বিষয়টি বুঝবেন। হিজাব মানে কী, যখন মেয়েরা বড় হয় তখন তাদের হিজাবের মধ্যে রাখা হয়। তাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখার জন্য, ঢেকে রাখার জন্য হিজাব পরানো হয়।

তিনি বলেন, এই যে ধর্ষণের হার সবথেকে বেশি এই হিন্দুস্তানে। এই পর্দার ভেতর না থাকার জন্য এটা হচ্ছে। তবে এটা আজকের প্রথা নয়। আর এটা বাধ্যতামূলকও নয়। যাদের পরার, নিজের সৌন্দর্যতায় যাদের অন্যদের দেখানোর ইচ্ছা নেই, তারাই হিজাব পরেন। এটা কোনও কম্পালসরি নয়। এটা আজকের নয়, বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। দাবি কংগ্রেস নেতার।

তবে হিজাব পরার সঙ্গে ধর্ষণের যে সম্পর্ক টেনেছেন কংগ্রেস নেতা তা নিয়ে অবশ্য ইতিমধ্যে বিতর্ক বেঁধেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, সত্যি কথা বলেছেন, মিয়া খলিফা হিজাব পরেন না, তারপর কী হল সবাই জানেন। অপরজন লিখেছেন, কংগ্রেসের প্রকৃত মুখ। তারা কীভাবে ভারতের নারীকে দেখতে চান! সূত্র: হিন্দুস্থান টাইমস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।