ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল ও যুবদলের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামে বিএনপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বুধবার চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও চাকসুর সর্বশেষ ভিপি নাজিম উদ্দিন।

মামলায় আসামি করা হয়েছে হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাকিবুল হাসান তকি, মির্জা এমদাদ, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি মনিরুল আলম জনি, জিএম সাইফুল্লাহ, ফখরুল হাসানকে।

এছাড়া ফেইসবুক পোস্টে মন্তব্যকারী আরও ১১ জনকেও মামলায় আসামি করা হয়েছে বলে জানান মামলার বাদী নাজিম উদ্দিন।

বাদীর আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছে।”

নাজিম উদ্দিন  বলেন, আসামিরা গত ২৯ ও ৩০ মে তাদের ফেইসবুকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দেওয়ার ছবি পোস্ট করেও বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

বাকশালের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রলীগ থেকে ১৯৯০ সালে চাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন নাজিম। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।