বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দেয়ার জন্য সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া, আলালকে বিদেশ গমনে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। পরে তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দিতে সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছেন। গত ১২ই জুন চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আলালকে ফেরত পাঠিয়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের ফেরত দেয়ার ঘটনা চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন।