ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় ১০ সন্তান জন্ম দেয়া নারীদের ১০ লাখ রুবল দেবেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়ায় কোনো নারী ১০ বা ততোধিক সন্তান জন্ম দিলে ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত হবেন। এজন্য ১০ লাখ রুবল পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৫০০ ডলার। সেই সঙ্গে তাকে একটি স্বর্ণপদক দেয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করা হয়েছে। এতে গত সোমবার সই করেছেন তিনি।

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে কমেছে। মূলত দেশটির জনসংখ্যা বাড়াতে এ পুরস্কার চালু করা হচ্ছে। যাতে শিশু জন্ম বৃদ্ধির হার হ্রাস না পায়।
তবে এ পুরস্কার পেতে হলে রুশ নারীদের একটি শর্ত পূরণ করতে হবে। সেটা হলো ১০ সন্তানকেই জীবিত থাকতে হবে। অবশ্য কোনো সন্তান সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা গেলে ছাড় পাওয়া যাবে।

‘মাদার হিরোইনের’ প্রবর্তক ছিলেন সাবেক রুশ শাসক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১০ সন্তানের জননীদের এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছিল।

তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এ পুরস্কার প্রথা বিলুপ্ত হয়। এবার সেটিই পুনরায় চালু করছেন প্রেসিডেন্ট পুতিন। দম্পতিদের অধিক সন্তান জন্মদানে উৎসাহিত করতে এ পদক্ষেপ নিলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।