বিএনপির ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। তাই সরকারকে আর ক্ষমতায় টিকিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতারা।
সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আন্দোলন ভিন্নখাতে নিতে চালানো হচ্ছে হামলা ও গুলি। তবে এবার কোনোভাবেই পরাজিত হবে না বিএনপি। ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পার্লামেন্ট, বিচারব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি ও গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা।
সরকারের উদ্দেশে ফখরুল বলেন, এখনও সময় আছে, ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।
এ সময় ফখরুল প্রশ্ন তোলেন, নিয়ম ভেঙ্গে কিভাবে পুলিশের এসআইয়ের হাতে তুলে দেয়া হয়েছে চাইনিজ রাইফেল।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আবারও পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সে কারণে তারা আবারও বিরোধী দলের ওপর চড়াও হতে শুরু করেছে। ভাঙচুর করছে, গুলি করছে, হত্যা করছে। আবারও গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে মাঠ থেকে নিশ্চিহ্ন করতে চায় সরকার।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। এই চেষ্টায় তিনি দেশের সব গণতন্ত্রকামী মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
আর স্থায়ী কমিটির অন্য সদস্য মির্জা আব্বাস বলেন, কোনোভাবে আর বর্তমান সরকারকে ছাড় দেয়া হবে না। তাদের আর বিনা ভোটে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।