ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তেল-গ্যাস ইস্যুতে পিছু হটবে না হিজবুল্লাহ, আমেরিকা ভুলের মধ্যে আছে’

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২২ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান আলী দামুশ বলেছেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা দেশের তেল ও গ্যাস অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না, পিছু হটবে না।

তিনি আরও বলেছেন- আমেরিকা যদি এটা ভেবে থাকে যে, চাপ প্রয়োগের পাশাপাশি তেল ও গ্যাস উত্তোলন ইস্যুটির সমাধান বিলম্বিত করার মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে তার অবস্থান থেকে সরানো যাবে তাহলে বলব তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।

হিজবুল্লাহর প্রভাবশালী নেতা আলী দামুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফ্‌ট ওয়ার বা নরম যুদ্ধের মাধ্যমে আমাদের তরুণদেরকে ধর্ম, মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও প্রতিরোধের পথ থেকে দূরে সরাতে চাইছে। তবে হিজবুল্লাহ ধর্ম ও নীতি-নৈতিকতার পথে অবিচল থেকে প্রতিরোধ অব্যাহত রাখবে। হিজবুল্লাহ নিজেদের দেশ ও সম্পদ রক্ষাকে তাদের ন্যায্য অধিকার বলে মনে করে।

ইহুদিবাদী ইসরাইল লেবাননের পানিসীমা থেকে জোর করে তেল ও গ্যাস উত্তোলনের পায়তারা করছে। তবে হিজবুল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় সম্পদ রক্ষায় হিজবুল্লাহ প্রয়োজনে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করবে।

গত কয়েক মাস ধরে কারিশ গ্যাসক্ষেত্র নিয়ে লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা চলছে। আমেরিকা মধ্যস্থতার নামে সময়ক্ষেপণের চেষ্টা করছে। ভূমধ্যসাগরে অবস্থিত কারিশ গ্যাসক্ষেত্র লেবাননের পানিসীমার মধ্যেও পড়েছে। কিন্তু ইসরাইল লেবাননের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ না করে সেখানে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।

পার্সটুডে/এস‌এ/৩

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।