ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরেও বাড়‌বে মূল্যস্ফীতি, অ‌ক্টোব‌রে ঘু‌রে দাঁড়া‌বে অর্থনী‌তিঃ পরিকল্পনামন্ত্রী

অর্থনী‌তি ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসে মূল্যস্ফীতি আরও কিছুটা বাড়বে। তবে অক্টোবর থেকে পণ্য ও সেবার দাম কমে আসবে। ঘুরে দাঁড়াতে শুরু করবে অর্থনীতি। এমনটাই ধারণা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ডিজেএফবি) এর উন্নয়ন সংলাপে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রাম ও শহরের বৈষম্য কমাতে হবে। নতুন স্কুল, কলেজ, হাসপাতালসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে তা মাথায় রাখছে সরকার। ক্যাটাগরি অনুযায়ী প্রকল্পে গুরুত্ব দেয়া হচ্ছে। এতে ডলারের ওপর চাপ কিছুটা কম। তারপরও পরিস্থিতি ভালো না হলে সরকারি প্রকল্পের ব্যয় সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে অর্থনীতিতে চাপ পড়েছে। কিন্তু এই ধাক্কা সাময়িক। দেশে এখন ২০ লাখ টন খাদ্য মজুদ আছে। আইএমএফ’র ঋণ দ্রুত ছাড় হবে। তাই আগামী মাস থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী মাসে আমরা ঘুরে দাঁড়াবো। প্রথম মাসে বলেছিলাম, মুদ্রাস্ফীতি বাড়বে আগস্টে। আগস্টে এসে বলছি, সেপ্টেম্বরেও কিছুটা বাড়বে। এটা আমি আগাম বলে দিচ্ছি। অক্টোবর থেকে আবার নামা শুরু করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।