ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে স্বামী ও স্ত্রীর রক্তাক্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়ির পাঁচতলা থেকে স্বামী ও স্ত্রীর রক্তাক্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজ সিআইখোলা এলাকাস্থ ওই বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজমিস্ত্রী রবিউল ইসলাম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম এ এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। সেখানে গিয়ে দেখে ভাড়াটিয়া ওই দম্পতির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে একটি কক্ষের ফ্লারে দুটি মরদেহ পড়ে আছে। পরে বাড়ির মালিক জানায়, তারা স্বামী-স্ত্রী। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তবে দুটি মরদেহের মধ্যে পুরুষের দেহ রক্তাক্ত ও নারীর মুখ অর্ধগলিত।

পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান পুলিশ সুপার। বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, গত ১ আগস্ট ওই দম্পতি ঘরটি ভাড়া নেয়। আজ বিকেলে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। পরে পুলিশে খবর দেই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। এরপর ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।