ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এলোমেলো রুমে পড়েছিল তাসনিয়ার গলা কাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা শহরে নিজ বাসা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলা ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।   

নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসনিয়া হোসেন অদিতা (১৪)। সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পুলিশ নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে। এসময় বাসার প্রত্যেকটি রুমের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো ছিলো।

নোয়াখালীরর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) আকরামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুরের নিজ বাসা থেকে কিশোরীর গলা কেটে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে তাকে জবাই করে হত্যা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। খুব শীঘ্রই অপরাধী শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  পরে এ বিষয়ে বিস্তারিত আরো জানানো হবে।

সূত্র : বাংলা ভিশন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।