ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রা‌শিয়ার কা‌ছে অস্ত্র বি‌ক্রির মা‌র্কিন দাবী উত্তর কো‌রিয়ার নাকচ।

আন্তর্জা‌তিক ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নাকচ করেছে উত্তর কোরিয়া। আমেরিকা বার বার দাবি করেছে, মস্কো অস্ত্র সংকটে পড়ে এখন পিয়ংইয়ং থেকে অস্ত্র কিনছে। এই অভিযোগের জবাবে উত্তর কোরিয়া বলেছে, তারা কখনো রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেনি এবং ভবিষ্যতেও সেরকম কোনো পরিকল্পনা নেই।

মার্কিন কর্মকর্তারা এর আগে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে অস্ত্র সংকটে পড়েছে। ফলে তারা এখন প্রতিবেশি উত্তর কোরিয়া থেকে রকেট ও গোলা কিনতে যাচ্ছে। শুধু উত্তর কোরিয়া নয়, ইরান থেকেও রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে মার্কিন সরকার। যদিও সেসময়ই ওই দাবি উড়িয়ে দিয়েছিল মস্কো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল ব্যুরো অব ইকুইপমেন্টের একজন কর্মকর্তা বলেছেন, আমরা এর আগে কখনও রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ রপ্তানি করিনি এবং ভবিষ্যতে অস্ত্র রপ্তানির পরিকল্পনাও নেই।

অন্য‌দি‌কে উত্তর কো‌রিয়ার প্র‌তিরক্ষা মন্ত্রনাল‌য়ের একজন কর্মকর্তা জানান, রা‌শিয়ার অন্য কা‌রো থে‌কে গোলাবারুদ ক্র‌য়ের ম‌তো কোন অবস্থা হয়নি। কারন তা‌দের কা‌ছে নি‌জে‌দের উৎপা‌দিত গোলাবারুদ দি‌য়ে আরও দীর্ঘ‌দিন যুদ্ধ করার ম‌তো পর্যাপ্ত রশদ র‌য়ে‌ছে।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, উত্তর কোরিয়া থেকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি, রকেট এবং আর্টিলারি শেল কিনছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে, সেই সময় কিরবি বলেছিলেন, অস্ত্র কেনা এখনও শেষ হয়নি এবং ইউক্রেনে এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে এমন কোনও ইঙ্গিত নেই।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।