ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই

আন্তর্জা‌তিক ডেস্ক
অক্টোবর ৫, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।

এর ফলে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং যাপোরিযিয়া অঞ্চল রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখন থেকে বিবেচিত হবে এবং সেখানকার লোকজন রুশ নাগরিক হিসেবে পরিচিতি পাবেন।

চূড়ান্ত চুক্তিতে সই করার আগে এটি রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষ দুমায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। তার আগে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের ওই চার অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয় যার মাধ্যমে সেখানকার বিশাল জনগোষ্ঠী রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে।

গণভোটের ফলাফল প্রকাশের পর শুক্রবার চার অঞ্চলের নেতাদের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন। তবে গণভোটের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। আমেরিকা হুশিয়ারি দিয়েছে- যে দেশ এই প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে তারা কঠোর পরিণতির মুখ পড়বে। পার্সটুডে/এসআইবি/৫

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।