ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

অর্থনী‌তি ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। প্রবৃদ্ধিতে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে মালদ্বীপ ও ভারত। সংস্থাটি বলছে, তারল্য সংকট, পণ্যের মূল্যবৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির গতি-প্রকৃতি তুলে ধরতেই বিশ্বব্যাংক, ঢাকা অফিসের এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন।

সংস্থাটি বলছে, চলতি বছরে এ অঞ্চলে গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালেও হবে একই প্রবৃদ্ধি। দক্ষিণ এশিয়ায় শ্রীলংকা ছাড়া বাকি সব দেশই প্রবৃদ্ধি দেখবে। সর্বোচ্চ ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে মালদ্বীপের। আর ৭ শতাংশ নিয়ে ভারত দ্বিতীয় এবং ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

তবে এ সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগসহ অন্তত তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে  হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

পরিস্থিতি সামাল দিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সময়োপযোগী মুদ্রা-ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলছে সংস্থাটি।

বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়েও নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বলছে, সব ঠিক থাকলে আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।