নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা (১৮)। প্রেমিকার অনশন শুরু করার পরই প্রেমিক বেলাল স্বপরিবারে বাড়ি থেকে পালিয়েছে। প্রেমিক মো. বেলাল হোসেন (২২) ওই গ্রামের মো. হারুনের ছেলে। প্রেমিকাও একই এলাকার বাসিন্দা এবং তারা দুজনই প্রতিবেশী।
শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমিকের বাড়িতে এ অনশন চলছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই কিশোরী প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেলাল তাকে দুই মাস আগে শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি আমার পরিবার জেনে যায়। এরপর থেকেই বেলালকে বিয়ের জন্য বলে আসছি। ১৫-২০ দিন আগে বেলালের সঙ্গে বিয়ে নিয়ে আমাদের বাড়িতে কথা চলছিল। এমন খবর পেয়ে ওই সময় তার মা-বাবা আমাদের বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরিবারের চাপে পড়ে এখন সে সম্পর্ক অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। তড়িঘড়ি করে কয়েক দিন আগে তার পরিবার অন্য জায়গায় তার বাগদান সম্পন্ন করে।’ এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান এ কিশোরী। এ ঘটনায় পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক বেলালের মন্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজের সভাপতি বোরহান উদ্দিন জানান, ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাকে তার প্রেমিকার বাড়ি থেকে নিয়ে এসে তার মা-বাবা তাকে আটক করে রাখে। পরবর্তীতে তাকে অন্য জায়গায় বিয়ের জন্য এনগেজমেন্ট করে। সামাজিকভাবে মেয়ের পরিবার আমাদেরকে বিষয়টি জানায়। ছেলেপক্ষ সামাজিকভাবে বৈঠকে না আসায় এটা নিয়ে কোনো সুরাহা হয়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’