ইন্দোনেশিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
সংস্থার এক মুখপাত্র জানান, এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চাপা পড়লেও চারজন বেঁচে গেছেন বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার কয়লা খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়। চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা যান।
এছাড়াও গত এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসে ১২ শ্রমিক প্রাণ হারিয়েছিল। সূত্র: এনডিটিভি
এনএস//
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।