ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তুষারপাত ও ঘন কুয়াশায় যুক্তরা‌জ্যে শত শত ফ্লাইট বা‌তিল

আন্তর্জা‌তিক ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যে তুষারপাত ও ঘন কুয়াশায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট।
স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বেশিরভাগ
অংশের পাশাপাশি ওয়েলসের কিছু অংশে আবহাওয়ার
হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানায়, রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত
গ্যাটউইক বিমানবন্দরে প্রায় ৯০টি উড্ডয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
আর সোমবার বাতিল হয়েছে অন্তত ৩৭টি উড্ডয়ন।

এছাড়া হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট।

বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশটির রেললাইনও। বিঘ্ন ঘটছে ট্রেন চলাচলে।

বেশকিছু দুর্ঘটনার পর চালকদেরকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তাদেরকে পর্যাপ্ত জ্বালানি, খাবার, গরম কাপড় ও মোবাইলে চার্জ রাখতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে তুষারপর শুরু হওয়ার পর রোববার
যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা এড়াতে যুক্তরাজ্যের প্রায় সব মহাসড়কে যান
চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে অত্যন্ত প্রয়োজন না হলে জনগণকে বাড়ির
বাইরে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।