ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শহরে সোমবার ইসরাইলি সেনারা ১৬ বছরের এক কিশোরীকে মাথায় গুলি করে হত্যা করেছে।
সোমবার শহরটিতে ইসরাইলি সেনাবাহিনী ধরপাকড় চালাতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। খবর ইয়েনি সাফাকের।
এতে ফিলিস্তিনের আরও তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের গুরুতর আহতাবস্থায় জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জানা মাজদি ইসাম জাকারনা নামে এক কিশোরী তার বাড়ির ছাদে হাঁটাহাঁট করছিল। এ সময় ইসরাইলি সেনারা তার মাথায় গুলি করে হত্যা করেছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।