ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শুধু ২০২৩ সা‌লে চীনে ১ মি‌লিয়ন মানুষের মৃত্যু হতে পারে

আন্তর্জা‌তিক ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চীনে বিধিনিষেধ তুলে নেয়ায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে।

এমনকি ২০২৩ সালে দেশটিতে করোনায় ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে; এমনটাই আশঙ্কা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই)।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, শুক্রবার আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী,
আগামী বছরের ১ এপ্রিলের দিকে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে।

সংস্থাটি দাবি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে।
পাশপাশি করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজারে দাঁড়াবে।

ক্রিস্টোফার মুরে বলেন, চীনের শূন্য করোনা নীতি (জিরো-কোভিড) ভাইরাসটির আগের ধরনগুলো রুখতে হয়তো কার্যকর ছিল।
তবে শক্তিশালী ওমিক্রন ধরন ঠেকিয়ে রাখা দেশটির জন্য কঠিন হবে।

এর আগে চলতি ডিসেম্বরে বিক্ষোভের মুখে করোনার লকডাউন ও বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার।
এরপর থেকেই দেশটিতে বাড়ছে সংক্রমণ।
তড়িঘড়ি করে বিধিনিষেধ তুলে নেয়ায় চীনের জনসংখ্যার ৬০ শতাংশ কোভিডে আক্রান্ত হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে আগামী জানুয়ারিতে নতুন চান্দ্রবর্ষ উদযাপন করা হবে চীনে।
সংশ্লিষ্টরা বলছেন, ওই উৎসবকে ঘিরে ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে আবারও ছড়িয়ে পড়তে পারে করোনা।

সর্বশেষ গত ৩ ডিসেম্বর চীন কোভিডে মৃত্যুর তথ্য দিয়েছিল।
দেশটি এখন পর্যন্ত মহামারীতে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।