ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার পরিকল্পনার দায়ে জেলার সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকা থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হচ্ছে- সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৪), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩২),  জেলা জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৫৪), আমিনুল ইসলাম (৪৮), শিপন (২৬), নুরনবী (২৫), ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারী মামুনুর রশিদ (২৬), শিবির কর্মী মারুফ হোসেন (১৮), মেহেদী হাসান (২০) , মেশকাত শরীফ (২৩) ও সোহরাব হোসেন (২২)।
পুলিশ জানায়, শনিবার সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে  আনতে ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম বাসস’কে জানান, আজ সকালে বামনপুর সগুনা চারমাথা এলাকায় হঠাৎ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি)  শাহেদ আল মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে  বিষ্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনায় অভিযুক্ত করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।