গাজীপুরের চান্দনায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে চান্দনার চৌরাস্তা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ডিউটি অফিসার খলিলুর রহমান।
তিনি জানান, চৌরাস্তায় এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তিনি আরও জানান, আগুনটি অনেক বড়। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে আরও ইউনিট বাড়াবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।