ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফরাসি পত্রিকায় অবমাননাকর কার্টুন; ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষকে নিয়ে বিতর্কিত ফরাসি পত্রিকা শার্লি এবদোতে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার বিকেলে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করা হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থায় তার ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের অবমাননা মেনে নেবে না।

ফরাসি পত্রিকার মর্যাদা হানিকর কার্টুন প্রকাশের কঠোরতম প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতকে কানয়ানি বলেন, মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে মুসলিম দেশগুলোসহ বিশ্বের কোনো দেশের ধর্মীয় পবিত্র বিষয়গুলোর অবমাননা করার অধিকার ফ্রান্সের নেই।

শারলি এবদো পত্রিকা গতকাল (বুধবার) একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বেশ কিছু অবমাননাকর কার্টুন প্রকাশ করে।

গতমাসে পত্রিকাটি এক ঘোষণায় বিশ্বের সকল কার্টুনিস্টের কাছ থেকে ইরানের সর্বোচ্চ নেতার ব্যাঙ্গাত্মক কার্টুন আহ্বান করেছিল। ওই প্রতিযোগিতায় সংগৃহিত কার্টুনগুলো থেকে বাছাই করা কিছু কার্টুন বুধবার প্রকাশ করে বিতর্কিত ফরাসি পত্রিকাটি।

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং এদেশে সহিংসতা ও দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করার দায়ে ইরান গত ১২ ডিসেম্বর শার্লি এবদো পত্রিকাসহ বেশ কিছু ইউরোপীয় প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।#

পার্সটুডে/এমএমআই/৫

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।