মহাকাশে প্রথমবারের মতো ব্রিটেনের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা হতাশার মধ্যদিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অববিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।
মহাকাশে কয়েকটি পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে এ অভিযান শুরু হয়েছিল। খবর বিবিসির
কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি’র নতুন লঞ্চস্টেশন থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত রকেটকে সঙ্গে নিয়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ হয়।
আটলান্টিক মহাসাগরের ৩৫ হাজার ফুট ওপর থেকে আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে মুক্ত করা হয় এটি।
উৎক্ষেপণে পর পর অভিযানের শুরুতে এটি সঠিকভাবে কাজ করলেও কোম্পানিটির কাছ থেকে খবর আসে ‘অসঙ্গতিতে’ পড়েছে রকেটটি।
শেষ পর্যন্ত এটি গন্তব্যে পৌঁছতে পারেনি।
জানা গেছে, ভার্জিন অরবিট সিস্টেম তুলনামূলকভাবে নতুন। এটি শুধু ২০২০ সাল থেকে কাজ করছে।
কর্নওয়াল, ব্রিটেন ও ইউরোপের জন্য এই মিশনটিকে একটি ঐতিহাসিক প্রথম ঘটনা বলে ঘোষণা করা হয়েছিল। এটি উৎক্ষেপণের সময় ইতিহাসের সাক্ষী হতে রানওয়ের পাশে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে। তবে মিশন ব্যর্থ হওয়ার খবরে উপস্থিত সবাই শান্ত হয়ে যে যার মতো ফিরে যান।