ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৯ দিন পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার

আন্তর্জা‌তিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভূমিকম্প আঘাত হানার ৯ দিন পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ (বুধবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া নারীর নাম মেলিক ইমামোগলু।
দেশটির দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা তিনি।
ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

গত (সোমবার) আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ানতেপের পাশেই অবস্থিত কাহরামানমারাস শহর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একজন নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা।
যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে ঠিক তখনই প্রায় ২২২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হল।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পের পর ৯ দিন পার হয়ে যাওয়ায় জীবিত পাওয়ার সম্ভাবনা কমে গেছে।
ক্ষতিগ্রস্তদের সহায়তা দিকে নজর দিচ্ছেন উদ্ধারকারীরা বলেও জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।