ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে কমেছে পোশাক রপ্তানি বেড়েছে যুক্তরাজ্য ও কানাডায়

অর্থনী‌তি ডেস্ক
জুন ১৮, ২০২৩ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি অর্থ বছরের ১০ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে। তবে একই সময় রপ্তানি বেড়েছে যুক্তরাজ্য ও কানাডায়।

২০২২-২৩ অর্থ বছরের ১০ মাসে (জুলাই-মে) যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৫ দশমিক ৭ শতাংশ কমেছে। ফলে রপ্তানি আয় ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৭ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
পাশাপাশি যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১২ দশমিক ১৭ শতাংশ এবং ১৭ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৭ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ জানায়, এছাড়া অপ্রচলিত বাজারে রপ্তানি ১৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধান অপ্রচলিত বাজার জাপানে ৪৫ দশমিক ৫০ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
যেখানে রাশিয়ায় ২৮ দশমিক ৮২ শতাংশ এবং চিলিতে ১১ দশমিক ৭৯ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবির তথ্য বলছে, ২০২২-২৩ অর্থ বছরের জুলাই-মে মোট পোশাক রপ্তানি পূর্ববর্তী বছরের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধিসহ ৪২ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
যার মধ্যে মোট পোশাক রপ্তানির ২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক (মোট রপ্তানির ৪৯ দশমিক ৭৮ শতাংশ) ইইউর বাজারে গেছে।
সেখানে যুক্তরাজ্যের শেয়ার ছিল ১০ দশমিক ৭৭ শতাংশ। টাকার অংকে সেটি ৪ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

আর, কানাডায় রপ্তানি করা হয়েছে মোট রপ্তানির ৩ দশমিক ২৬ শতাংশ অর্থাৎ ১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক।
এছাড়া, ৭ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে, যা মোট রপ্তানির ১৮ দশমিক ০৪ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়ন প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। কারণ, বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এটি।
যেখানে জুলাই-মে ২০২১-২২ অর্থবছরের তুলনায় জুলাই-মে ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক ৯৪ শতাংশ।
পোশাক রপ্তানি ১৯ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২১ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে জার্মানিতে আগের একই সময়ে (জুলাই-মে ২০২১-২২) তুলনায় রপ্তানি ৭ দশমিক ২২ শতাংশ কমেছে।
টাকার অংকে রপ্তানি ৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
ফ্রান্সে ও ইতালিতে রপ্তানি হয়েছে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৪ শতাংশ এবং ৪৪ দশমিক ৮১ শতাংশ।

এ বিষয় জানতে চাইলে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই আমাদের তিনটি বড় বাজারের মধ্যে পড়ে।
অন্য দুইটি হলো যুক্তরাজ্য ও জার্মানি। দুঃখের বিষয় জার্মানি ও যুক্তরাষ্ট্রে আমরা নেতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছি।
যুক্তরাষ্ট্রে ভালো করলে মোট রপ্তানি আরও ভালো হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র রপ্তানিতে দিক নির্দেশনাও দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।