ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৮ বছরের ভাইয়ের হাতে ১৪ বছরের ভাই গুলিবিদ্ধ

আন্তর্জা‌তিক ডেস্ক
জুলাই ৬, ২০২৩ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে ওকলাহোমা এলাকায় আট বছরের শিশুর হাতে ১৪ বছর বয়সী কিশোর ভাই গুলিবিদ্ধ হয়েছে।
এই ঘটনায় আহত কিশোর চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বুধবার ৫ জুলাই নিউ ইয়ার্ক পোস্ট সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
এতে বলা হয়, ওকলাহোমা এলাকায় ওয়ালমার্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে বলা হয়, তাদের দু’ভাইকে গাড়িতে বসিয়ে মা কেনাকাটা করতে দোকানে যান।
এসময় দুর্ঘটনাবশত শিশুটি তার বড় ভাইকে গুলি করে বসে।
গুলির আওয়াজ শুনে পথচারীরা জরুরি পরিষেবা নাম্বার ৯১১ এ কল করেন।

ফক্স নিউজ সূত্রে এনডিটিভি জানায়, তারা দু’ভাই ওকলাহোমা শহরের এক পুলিশ কর্মকর্তার ছেলে।
ঘটনার সময় এই পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও জানা যায়।

স্থানীয় এক পুলিশ অফিসার জানান, খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছান।
কিশোরের ক্ষতের দু’পাশে রক্ত বন্ধ হওয়ার জন্য ব্যবস্থা করেন।
এছাড়া ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।