ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভেঙে গেল ট্রুডোর ১৮ বছরের দাম্পত্য

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি ট্রুডো। ইন্সটাগ্রাম পোস্টে বুধবার ১৮ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘোষণা দিয়েছেন দুজনেই।

তাতে বলেন, ‘অনেক অর্থবহ ও কঠিন আলোচনার পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতোই আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে পরিবার ঘনিষ্ঠ সদস্য হয়ে থাকব। আমরা যা কিছু একসঙ্গে গড়েছি, তার জন্য শ্রদ্ধা রইল। যা কিছু আমাদের গড়ে তোলার কথা, সেই কাজ চলবে।’

সন্তানদের ভালোর জন্য তাদের ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার কাছে অনুরোধ করেছেন তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রুডো দম্পতি আইনগতভাবে বিয়েবিচ্ছেদের চুক্তিতে সই করেছেন।

এতে বলা হয়, ‘তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে সব আইনি ও নৈতিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

সাবেক ক্যানাডিয়ান টেলিভিশন হোস্ট সোফি ট্রুডো ও জাস্টিন ট্রুডো ২০০৫ সালে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের রয়েছে তিন সন্তান- যেভিয়ার, এলা-গ্রেস ও হাড্রিয়েন। সূত্র: TBN24

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।