ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের একটি আদালত ‘সরকারি উপহারের অপব্যবহার’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে ফার্স বার্তা সংস্থা আরও জানিয়েছে, ওই আদালতের রায়ে বলা হয়েছে ইমরান খান পাঁচ বছরের জন্য রাজনীতি করতে পারবেন না। সেইসঙ্গে তাঁর ১ লাখ রুপিও জরিমানা করা হয়েছে।

মামলার রায়ে বলা হয়েছে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তাকে দেওয়া উপহারের অপব্যবহার করেছেন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনীত ওই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বিচারক হুমায়ুন দেলাওয়ার ইমরান খানকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কারাদণ্ডের খবর প্রচারের পর দেশটির নিরাপত্তা বাহিনী তাকে লাহোর শহরে গ্রেপ্তার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে, পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের সাথে “ইমরান খান” এবং তার সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে।

তিনি বারবার অভিযোগ করে এসেছেন সেনাবাহিনী ও সরকার তাকে রাজনৈতিক অঙ্গন থেকে অপসারণের চেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আদালতে ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাকে অপসারণের চেষ্টা করা হচ্ছে।

ইমরান খান বলে এসেছেন, আমেরিকার ইন্ধনে পাকিস্তানি সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু সেনাবাহিনী তা অস্বীকার করেছে।#

পার্সটুডে/এনএম/৫

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।