ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

অর্থ আত্মসাতের অপরাধে এলডিপি মহাসচিবের সশ্রম কারাদন্ড।

অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অর্থ আত্মসাতের অপরাধে এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আক্তারুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার আরেক আসামি মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন রেদোয়ান। ২০০২ সালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তহবিল থেকে ৫০ লাখ আত্মসাতের অপরাধ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয়েছে।

রেদোয়ান ও শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি। এই দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রমনা থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

অভিযোগে বলা হয়, হাট-বাজার থেকে প্রতি বছর স্থানীয় সরকার মন্ত্রণালয় যে অর্থ পায়, সেখান থেকে একটি অংশ দুস্থ ও কর্মহীন মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য দেয়া হয়।

২০০২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব শাহ আলম এ অর্থের জিম্মাদার থাকাবস্থায় ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

তদন্ত শেষে তিন অভিযুক্তের বিরুদ্ধে ২০০৭ সালের ৮ অক্টোবর অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। উচ্চ আদালতে এক আসামির নাম মামলা থেকে খারিজ হয়ে যাওয়ার পর ২০২০ সালের ২০ আগস্ট দুই আসামির বিচার শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।