অর্থ আত্মসাতের অপরাধে এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আক্তারুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার আরেক আসামি মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন রেদোয়ান। ২০০২ সালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তহবিল থেকে ৫০ লাখ আত্মসাতের অপরাধ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয়েছে।
রেদোয়ান ও শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি। এই দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রমনা থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, হাট-বাজার থেকে প্রতি বছর স্থানীয় সরকার মন্ত্রণালয় যে অর্থ পায়, সেখান থেকে একটি অংশ দুস্থ ও কর্মহীন মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য দেয়া হয়।
২০০২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব শাহ আলম এ অর্থের জিম্মাদার থাকাবস্থায় ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।
তদন্ত শেষে তিন অভিযুক্তের বিরুদ্ধে ২০০৭ সালের ৮ অক্টোবর অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। উচ্চ আদালতে এক আসামির নাম মামলা থেকে খারিজ হয়ে যাওয়ার পর ২০২০ সালের ২০ আগস্ট দুই আসামির বিচার শুরু হয়।
