ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী ভোলিন শহরে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ সমস্ত হামলায় বহু সংখ্যক ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইউক্রেনের একটি ড্রোন তৈরির কারখানায় আঘাত হেনেছে। এই কারখানা থেকে সমুদ্রে ব্যবহারযোগ্য ড্রোন উৎপাদন করা হতো।
ভোলিন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভোলিনের গভর্নর টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা দাবি করছেন, লাভিভকে লক্ষ্য করে রাশিয়া ২৮টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, তার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র হামলায় লাভিভ অঞ্চলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে একশর বেশি ভবন ধ্বংস হয়েছে, ৫০০ জানালা ভেঙে গেছে এবং একটি কিন্ডারগার্টেন বিধ্বস্ত হয়েছে।
লাভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রাম পোস্টে বলেছেন, অনেক ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে তবে কয়েকটি আঘাত হেনেছে। হামলার শিকার অন্তত একটি জ্বলন্ত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫