ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ চারজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবারও উত্তপ্ত মুন্সীগঞ্জের চরাঞ্চল। এবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাত মাসের শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বকুলতলা-সোলারচর সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে, এতে করে গুলিবিদ্ধের ঘটনাও ঘটেছে বলে শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে আধারা ইউনিয়নের বকুলতলা-সোলারচর সড়কে আধারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজনের সাথে এলাকায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে আধারা ইউনিয়ন দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মদের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের গুলিবিনিময়ে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা সাত মাসের শিশু তাবাসুম গুলিবিদ্ধ হয়। এছাড়াও সংঘর্ষে জড়িয়ে পড়া জুয়েল, জহিরুল ইসলাম ও জয় মাস্তান গুলিবিদ্ধ হয়।

পরে আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক গুলিবিদ্ধ চারজনকেই ঢামেকে পাঠিয়ে দেন।

অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।